Sayek
সায়েক আমাদের সাথে যোগাযোগ করল, পরিবারের ইচ্ছে, নিজের স্বপ্ন - সব যেন অসম্ভব মনে হচ্ছে শুধু IELTS স্কোরের জন্য।
সায়েকের ভাইয়ের সাথে অনেকদিন ফোনে কথা হলো আমাদের। উনি ইউকে থাকেন দীর্ঘদিন থেকে। ফেসবুকে আমাদের পোস্টগুলো দেখে উনার ভালো লাগে।
আমরা সেদিন বলেছিলাম -৩ মাসের অক্লান্ত পরিশ্রমে বদলে যাবে সায়েকের অনেক কিছু - কথা আর বাস্তবতার মাঝখানে ছিল টানা ৩ মাস পরিশ্রম, মেইন পরীক্ষার রেজিষ্ট্রেশন, স্কোর। ইউকে আবেদন, সফলভাবে ভিসা।
সায়েক আজ ইউকে, দিনগুলো কষ্টের ছিল, মা বাবা, পরিবার ছেড়ে সিলেট মেসে থেকে জীবন কাটনো,একের পর এক ক্লাস এবং ক্লাব। সব কিছুর কারণেই আজ সায়েক সফল।
মোরাল - কষ্ট ছাড়া কিছুই অর্জন সম্ভব নয়। লেগে থাকতে হবে। ভালোবাসা নিও সায়েক।
No comments
Post a Comment