Header Ads

Header ADS

Become _A_Successful_Entrepreneur

Become _A_Successful_Entrepreneur 


একজন মানুষ যদি ঠান্ডা মাথায় নিজের সত্যিকার যোগ্যতা আর সম্ভাবনাগুলো খুঁজে বের করতে পারে তবে সে কখনওই নিজেকে হারাবে না। আর গুছিয়ে চিন্তা করলে মানুষ তার নিজের সম্ভাবনা খুঁজে পাবেই


আমাদের স্বপ্ন দেখার আগে অন্যের কথা চিন্তা করে নিজের স্বপ্ন শেষ করে দেয়, কারণ আমরা কখনো নিজেকে পরীক্ষা করতে প্রস্তুত হই না,আমাদের সমাজে যে 2/4 জন মানুষ আজকে প্রতিষ্ঠিত তারা কখনো অন্যের কথা শোনে না,তাদের মন যেটা বলে সেটাই করে.


সকালবেলা খারাপ কেটেছে? 

সবকিছুই ঘোলাটে দেখাচ্ছে? চিন্তার কিছু নেই। এর কারণে আপনার পুরোটা দিন যে খারাপ যাবে তা কিন্তু না। হতে পারে ঐদিনই আপনার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন হয়ে উঠল, তবে এর জন্য আপনাকে এই সহজ ধাপগুলো অনুসরণ করতে হবে।


সময় নিয়ে গুছিয়ে চিন্তা করলে আপনার এমন অনেক গুণ বা সম্ভাবনার কথা মাথায় আসবে – যা হয়তো আগে চিন্তাও করেননি। 

একজন মানুষ যদি নিজের গুণ আর সম্ভাবনাগুলোকে সঠিক ভাবে বুঝতে পারে – তবে তার চোখের সামনে অনেক নতুন অর্জনের দরজা খুলে যায়। অনেকেই এভাবে নিজের জীবনের সঠিক ও সবচেয়ে কার্যকর লক্ষ্য খুঁজে পেয়েছে।


আসলে মানুষ অনেক সময়ে সমাজের সাথে মিশতে গিয়ে, বা অন্যদের মত হতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে। অন্যদের উদ্দেশ্য হয়ে দাঁড়ায় তার নিজের উদ্দেশ্য।প্রতিটি মানুষের নিজস্ব যোগ্যতা আছে।

No comments

Powered by Blogger.