Read more
রিডিং ভাল করার জন্য, এখন থেকেই ইংরেজি যত বেশী করে পড়তে পারেন ততই ভাল। প্রয়োজন হলে, বাংলা পেপার, গল্পের বই, হিন্দি সিরিয়াল বাদ দিয়ে শুধু ইংরেজিই পরুন। গল্পের বই পড়ুন। কঠিন লাগলে ছোট সাইজের বই নিয়ে শুরু করুন। বই পড়ার সময় ডিক্সোনারির সাহাজ্য নেবেন না, অচেনা শব্দ নিয়ে মাথাও ঘামাবেন না। পড়ে যান, পরে পুরো লাইন বা প্যারা পড়া শেষ হলে দেখবেন যে সেই শব্দের অর্থও বুঝে গেছেন। আর বই যত বেশী পড়তে পারেন, ততই ভাল।
No comments
Post a Comment