Saju's success
সাজুর চোখে মুখে সেদিন ছিল ইউকে লেখাপড়ার স্বপ্ন, সমস্যা ছিল IELTS নিয়ে।
আমাদের কাছে ছুটে আসে সাজু, পরামর্শ দিলাম ৪ মাসের জন্য কাজ ছেড়ে দাও। সে কাজ করত সকাল সন্ধ্যা। বার বার বলেছিলাম সম্ভব হলে কাজ ছেড়ে দাও।
সে কাজ ছেড়ে দিয়ে একটানা ৩ মাস বই নিয়ে নাড়াচাড়া শুরু করে দিল, এক্সাম দিল, স্কোর আনল, এপ্লাই করল।
এখন সে ইউকে আছে। স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রমের বিকল্প নেই।
No comments
Post a Comment