Success stories of Praxis Uposhahar
❣️❣️❣️❣️❣️❣️❣️
ঠিক ১ বছর আগে, স্বপ্নের শুরু হয়েছিল আমাদের হাত ধরে।
তোফায়েল আসলেন আমাদের অফিসে, এসে বললেন উচ্চ শিক্ষায় ইউকে যাবেন। দেশে সুনামধন্য একটি ভার্সিটি থেকে অনার্স শেষ করলেন, মাস্টার্স করবেন ইউকে।
আমরা শুনে খুশি হলাম, স্বপ্নের কথা শুনতে এবং বাস্তবে রুপান্তর করে দিতে ভালো লাগে। কথা দিয়ে ছিলাম সময়, পরিশ্রম, লেগে থাকা একটানা ৩ মাস আমাদের সাথে থাকতে পারলে সফলতা আসবেই।
হ্যাঁ, এসেছিল। আমরা আমাদের কথা রেখেছি, তোফায়েল তার দায়িত্বে গাফলতি না করায় উনি আজ ইউকেতে পছন্দের বিষয়ে প্রিয় ক্যাম্পাসে অধ্যয়নরত।
প্রাক্সিস উপশহর পরিবার এসব কাজ করতে পছন্দে করে এবং ভালোবাসে। হাজারো তোফায়েলদের জীবনের সফল রুপকথার গল্পকার হতে চায় প্রাক্সিস উপশহর পরিবার।
No comments
Post a Comment