Pronunciation matter not accent
এ্যাকসেন্ট এবং প্রোনানসিয়েশান আইলেটস স্পিকিং এর জন্য কতটুকু জরুরী?
এ্যাকসেনট জিনিসটা আইলেটস স্পিকিং এর ক্ষেত্রে একদমই জরুরী নয়। আপনি সাউথ এইশান, ইনডিয়ান বা চাইনিজ এ্যাকসেন্টে কথা বলেও ভালো স্কোর পেতে পারেন, কারন এ্যাকসেন্ট আইলেটস স্পিকিং মার্কিং এর ক্রাইটেরিয়ার মধ্যে পড়েনা।
সমস্যা হচ্ছে আমাদের দেশে অনেকেরই ইংরেজি এ্যাকসেন্টের উপর একটা ফ্যাসিনেশান কাজ করে, এবং আমেরিকান বা বৃটিশ উচ্চারনের কাছাকাছি উচ্চারণকে আমরা খুব এপ্রিশিয়েট করি। তাই যখন আইলেটস দিতে যায়, সেখানেও তারা এ্যাকসেনটের পেছনে অনেক সময় নষ্ট করে।
একটা জিনিস মনে রাখা উচিত যে ইংরেজি আপনার সেকেন্ড ল্যাংগুইজ, এবং বৃটিশ বা আমেরিকান না। আপনার কাছ থেকে এক্সামিনার বা কেউই পারফেক্ট একসেন্ট এক্সপেক্ট করেনা। আর তাছাড়া একসেন্ট পিক করা একটা কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ ব্যাপার। আপনাকে বছরের পর বছর ব্যায় করতে হবে নিয়ার নেইটিভ এ্যাকসেন্ট আনার জন্য।
আমেরিকা, কানাডা,বৃটেন, অসট্রেলিয়া সহ ইউরোপের কসমোপলিটান দেশগুলোতে সারা পৃথিবীর নানা দেশের, নানা গোত্রের, নানা জাতের মানুষ থাকে।
এদের একেক জনের ইংরেজি এ্যাকসেন্ট একেকরকম। কিন্তু কেউ ইংরেজি নিয়ে অত কমপ্লেক্সিটিতে ভোগেনা। সালমা হায়েক কিংবা পেনেলোপে ক্রুযের মতো হলিউড সেলিব্রিটিরাও আমেরিকান এ্যাকসেন্টে কথা বলেন না।
একসেন্টে অত মনোযোগ না দিয়ে আমাদের উচিৎ গ্রামারে ভালো দখল রাখা। গ্রামারটা ঠিকঠাক থাকলেই চলে। যদি আপনি একসেন্ট পিক করতে পারেন সেটা অবশ্যই দারুন একটা ব্যাপার, কিন্তু না পারলেও হতাশ হওয়ার কিছু নেই।
So, be confident.
আপনি গ্রামার ঠিক রেখে, ঠিক প্রোনাসিয়েশানে বোধগম্য ভাবে কমিউনিকেট করতে পারলেই চলবে, অযথা ব্রিটিশ, আমেরিকান বা অসট্রেলিয়ান একসেন্ট রপ্ত করার চেষ্টায় আপনার মুল্যবান সময় নষ্ট করবেন না।
.............…........…...................................................
এবার প্রোনাসিয়েশানে আসছি। কমিউনিকেশনে সঠিক প্রোনাসিয়াশানের গুরুত্ব বোঝার জন্য নিচের গ্লপটা পড়ে ফেলেন, এটা একজন ডাক্তারের এক্সপেরিয়েন্স, তিনি প্রোনানসিয়েশনের তারতম্যের কারনে ঘটা বিভ্রান্তিগুলো শেয়ার করেছেন। লক্ষ্য করুন, শুধু ইংরেজি নয়, বাংলা, আরবী বা যে কোনো ভাষায়কমিউনিকেশানের জন্য প্রোনানসিয়েশান কতটা ম্যাটার করে।
.............…........…...................................................
বায়োলোজি ক্লাসে, স্যার একদিন জিজ্ঞেস করলেন ....
- বলোতো "পুল" কাকে বলে।
- আমি বেশ কনফিডেণ্টের সহিত বলেছিলাম ..... স্যার, পুল মানে ব্রিজ বা সাঁকো , যার উপর দিয়ে মানুষ, গাড়ি পারাপার হয়।
- পাতরামি করার জায়গা পাওনা না। এই ছেলে, তোমার ফিতাকে আমার সাথে দেখা করতে বলবা।
- ফিতাকে দেখা করতে বলবো মানে?? ফিতা আবার ক্যামনে দেখা করবে স্যার??
সোয়া দুই মণ ওজনের থাবড়া খাওয়ার পর বুঝেছিলাম ...... স্যার, আমার "পিতাকে" দেখা করতে বলেছেন, "ফিতাকে" নয়। আর, স্যার জিজ্ঞেস করেছিলেন ...... "ফুল" কাকে বলে ... "পুল" নয়।
মেডিকেলে আইটেম দিতে গেলামঃ
স্যার জিজ্ঞেস করলেন .....
- "ফেস মেকার" কাকে বলে??
- "ফেস মেকার" এক ধরণের কম্পিউটার গেম। এটা দিয়ে নিজের ইচ্ছা মতো যে কোনো মানুষের ফেস চেঞ্জ করা যায়। "ফেস মেকার" আমার খুব প্রিয় একটা গেম।
- স্যার আমার দিকে এমন ভাবে তাকালেন যেনো ...... "ফেস মেকার" ছাড়াই আমি, স্যারের ফেস চেঞ্জ করে দিয়েছি।
- স্যার চিৎকার দিয়ে বললেন ...... তুমি পেল ... পেল ... পেল।
স্যার আইটেমে বড় বড় দুইটা রসগোল্লা দিয়ে পেল (ফেল) করানোর পর বুঝতে পেরেছিলাম ...... স্যার আমাকে জিজ্ঞেস করেছিলেন "পেস মেকার" কাকে বলে ..... "ফেস মেকার" নয়।
সার্জারী ওয়ার্ড ফাইনালঃ
স্যার বললেন ......
- যাও ৮ নম্বর বেডের রুগীর "ফাইলস্" দেখো।
- আমি রুগীর ফাইল দেখে বসে আছি।
- স্যার এসে জিজ্ঞেস করলেন ..... রুগীর "ফাইলস্" দেখেছো??
- জ্বী স্যার।
- রুগীর ফি/আর (P/R) করেছো?? গ্লভস্ কোথায়?? নাকি খালি হাতেই ফি/আর করেছো??
ওয়ার্ড ফাইনালে ফেল করার পর বুঝতে পেরেছিলাম ...... স্যার, রুগীর "পাইলস্" দেখতে বলেছিলেন ..... "ফাইল" নয়।
গাইনী ওয়ার্ড ফাইনালঃ
লং কেসে এসে স্যার বললেন ......
- "ফাস্ট হিস্ট্রি" বলো।
- আমি একদমে দ্রুততার সহিত রুগীর হিস্ট্রি বললাম।
- এই ছেলে .... কি বললা?? এইটা "ফাস্ট হিস্ট্রি" হলো??
- স্যার, এর চাইতেও ফাস্ট বলতে হবে??
পরে বুঝলাম স্যার আমাকে, রুগীর "পাস্ট হিস্ট্রি" বলতে বলেছিলেন ...... "ফাস্ট হিস্ট্রি" নয়।
শেষ ধরাটা খাইলাম গত রাতেঃ
এক বড় ভাই ভাইবারে কল দিছে .....
- কি খবর ভাই? কোই আছেন এখন।
- আমিতো ফিজিতে।
- কি কন ভাই?? ফিজিতে কবে গেলেন?? আমারেও নিয়া যাননা।
- আরে, আমি ...... ফিজিতে।
- বুঝছিতো ভাই। আমারে আপনি ফিজি,
উগান্ডা, নাইজেরিয়া, সোমালিয়া, কেনিয়া যে দেশই হোক না কেনো নিয়া যান। আমি যে কোনো দেশে যাইতেই এক পায়ে খাড়া।
- ভাই আমার, আর কিছু না বইলা, লাইন কাইটা ব্লক মাইরা দিলো।
ব্লক খাওয়ার পর বুঝিতে পারিলাম ...... ভাই আমার "ফিজিতে" না ...... "পিজিতে"।
জীবনে আমার কিছুই হবে না। এখনও "প" আর "ফ" এর পার্থক্যই বুঝতে পারলাম না !!!
----------------------------------------------------------------------------
এবার আপনি নিজেই চিন্তা করে দেখুন, 'my past experience' এর জায়গায় আপনি যদি 'my ফাস্ট experience' বলেন, বা It's tough, very tough এর জায়গায় 'It's টাপ, বেরি টাপ' বলে আসেন, তো এক্সামিনার আপনাকে কি মার্কস দেবেন!!!
So, pronunciation matters. Bt you can stop worrying about accent.
No comments
Post a Comment