Header Ads

Header ADS

Idiom and phrase

 Phrases and Idioms for IELTS speaking:


1)Cut it out: বন্ধ করা। কোনো কিছু করা বন্ধ করা।

এই মিউজিকটি খুবই বিরক্তিকর। এটা বন্ধ করোঃ

This piece of music is really annoying. Cut it out.

2) Call it day: দিনের মতো কাজ বন্ধ করা

শফিক, চলো আজকের মতো কাজ বন্ধ করি! অনেক দেরি হয়ে গেছেঃ

Shafik, let's call it a day. It's really late.

3. Chill out: আরাম করো; রিলাক্স করো;

রিলাক্স করো; আমরা সঠিক সময়ে সেখানে পৌঁছাবোঃ

Chill out! We will get there on time.

4. Cut corners: টাকা বাঁচানোর জন্যে ভাসা ভাসা কাজ সম্পাদন করাঃ/ টাকা বাঁচানোঃ

এই প্রজেক্টে ভাসাভাসা ভাবে কাজ করো নাঃ

Don't cut corners on this project.

5. Chicken out: ভয় পেয়ে কিছু করা  থেকে বিরত থাকাঃ

আমি স্কাই-ডাইভিং করতে যেতে চেয়েছিলাম, কিন্তু শেষ  মুহুর্তে ভয় পেয়ে বিরত ছিলামঃ

I wanted to go skydiving , but I chickened out at the last minute.



No comments

Powered by Blogger.