Header Ads

Header ADS


 আসসালামু আলাইকুম। 

আশা করি সবাই ভাল আছেন। 

আমাদের দেশে আমাদের চারপাশের বন্ধু, ছোট ভাই,বড় ভাই, প্রিয়জন কে কেমন আছেন.?জিজ্ঞাস করলে ভাল নেই, কিছুই ভাল লাগতেছে না এইরকম অনেক হতাশার ছোট গল্প শুনা যায়। 

এই হতাশের কারন কি জানেন?? 

 তার একটি কারন আমারা আমাদের Life নিয়ে Serious না। 

যেমন বর্তমানে হাজার হাজার শিক্ষার্থী  প্রতিদিন বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হন IELTS করে ভাল একটা স্কোর এনে বাবা মা এর স্বপ্ন  পূরণ করার জন্য। নিজের career গড়ার জন্য। 

কিন্তু অল্প কিছু দিন পরে দেখা যায় তারা তাদের কোচিং এ ভর্তির প্রথম দিনের মত Energy নিয়ে লেখাপড়া করেন না।

চলতেছে ভাল, স্কোর আসবে এমন ভাবতে থাকেন, কিন্তু নিজের দূর্বলতা বের করে স্যারদের সাথে কথা বলতে খুব কম ছাএছাত্রী দেখা যায়। সবাই চায় ভাল স্কোর করার জন্য কিন্তু কিভাবে করতে হবে তা নিয়ে নিজের instructors দের সাথে কথা বলতে খুব কম দেখা যায়। লজ্জা, সংকোজ এসব এর কারনে অনেকে নিজের দূর্বলতা Share করতে চান না। 

নিজেকে নিয়ে ভাবুন, আপনি মাএ ২/৩ মাস আপনার প্রিয়জন বা বন্ধুর সাথে একটু কথা কম বলবেন, সময় কম দিবেন ফলে তারা আপনার থেকে কিছু দূরে সরে যেতে পারে কিন্তু যখন আপনি একটা ভাল স্কোর আনবেন, দেখবেন সবার মুখে মুখে আপনার নাম থাকবে। 

সুতরাং নিজেকে নিয়ে ভাবুন একটা ভাল স্কোর আনার চেষ্টা করুন দেখবেন জিবন টা পাল্টে যাবে।

আমি আমার উদাহরণ দিয়ে বলতে চাই। 

আমাদের দেশের প্রথম লক ডাউন যখন দেওয়া হয় তখন আমি বাসায় IELTS এর প্রস্তুতি শুরু করি আমার কয়েকজন বন্ধু ও শুরু করে। 

কিন্তু আমি বাসায় আমার প্রাথমিক প্রস্তুতি নিতে থাকি পরবর্তীতে আমি Praxis Uposhohor  এ স্যারদের সাথে আমার দূর্বলতা নিয়ে কাজ করি আল্লাহর রহমতে আমি আমার কাঙ্কিত স্কোর পাই এবং UK তে আসতে পেরেছি। কিন্তু আমার বন্ধুরা কিছু দিন পরে হাল ছেড়ে দেয় এবং Doilingo দিয়ে UK আসার Try করতেছিল। Doilingo তে ১৩০ পেয়ে ও আসতে পারে নি এমন দেখেছি।  কিন্তু ঐ সময়ে যারা IELTS এর প্রস্তুতি নিয়েছিল তাদের বেশির ভাগ ই UK or Canada চলে আসছেন আর যারা নেন নাই তারা আবার সেই চিরচেনা হতাশার ছোটগল্প শোনাচ্ছেন ভাল লাগতেছে না,  লাক খারাপ, কিছুই ভাল লাগতেছে না,  দেশটা তে কিছু নাই, চাকরি নাই, কি করবো বুঝতেছি না।। 

এই গল্প বলার একটি কারন... 

যেহেতু বাংলাদেশে লক ডাউন চলতেছে। আপনারা বর্তমানে বাসায় প্রস্তুতি নেন বেশি বেশি করে। স্যার দের সাথে যোগাযোগ করুন নিয়মিত নিজের দূর্বলতা নিয়ে। যখন on class  শুরু হবে স্যারদের সাথে পরামর্শ করতে পারবেন কিভাবে আরো উন্নতি করা যায়।

সময় টা কে কাজে লাগান।

নিজেকে নিয়ে ভাবুন। 

সব শেষে আমার প্রিয় স্যার Musharaf Hossen  এর একটি কথা বলতে চাই IELTS মানে International English language Testing System না!!! 

IELTS মানে LIFE 😎

IELTS এ একটি স্কোর আনেন দেখবেন আপনার Class one এ মেলায় হারিয়ে যাওয়া বন্ধু ও আপনার খবর নিবে। ব্রেকাপের ১৫ বছর পর আপনার Girlfriend খবর নিবে কেমন আছেন😎😎

Chowdhury Tufayel

Greenwich University, Uk



1 comment

Unknown said...

Thank you so much ❤️❤️

Powered by Blogger.