নিয়ন্ত্রণ আপনার হাতে - আপনি যা চান তাই হবে কিন্তু চাওয়াটা যেনো রঙিন হয়।
দ্যা মাফিয়া অব আইইএলটিএস [রিডিং]
আমাদের দেশের IELTS এর শিক্ষার্থী এর একটা বড় অংশ আসে বাংলা মিডিয়াম থেকে, যার ফলে এই এক্সামটা অনেকটা যুদ্ধের মত মনে হয় অনেকের কারণ যুদ্ধে যেভাবে জয়ী না হতে পারলে - লাইফটা খারাপ কিছু ঘটে ফলাফল হিসেবে, টিক তেমনি এই এক্সামটায় ভালো স্কোর না আসলে জিবনের সব বড় বড় প্লান মুহুর্তের মধ্যেই নষ্ট হয়ে যায়- খারাপ রেজাল্ট আসার সবচাইতে বড় একমাত্র কারন হলো রিডিং মডিউল।
যেহেতু বাংলা মিডিয়াম থেকে আসা হয় অনেকেরই, এমন ও দেখা যায় HSC পাস করা একজন শিক্ষার্থী ইংলিশ একটা লাইন বাংলায় রুপান্তর করতে কষ্ট হয়।এখন আসি মূল কথায়, যেহেতু একটা লাইন এর বাংলা বুঝতে সমস্যা হয়, সেহেতু সঠিক উত্তর দেয়া অসম্ভব - রেজাল্ট টা খারাপ আসবে অস্বাভাবিক কিছু না। ★★★ আপনি ভুল উত্তর খুজে পাচ্ছেন এর মানে আপনার Understanding level দূর্বল ★★★কিন্তু আপনি দেখা যাবে answer location ঠিকই ধরেছেন।
•কিছু পসিবল এক্সকিউজ দেখে আসা যাক, চলেনঃ
১) রিডিং পড়ে বুঝি না
২) ভোকাবুলারি ভালো না
৩)সময় মেইনটেইন করতে পারি না
৪) উত্তর এর লোকেশন এ গিয়ে ভুল উত্তর সিলেক্ট করে ফেলি
৫)সারাদিন প্রাক্টিস করি বাট পারি না সঠিক উত্তর খুজে বের করতে
৬)বেসিক ভালো না
৭)রিডিং পড়লে মনে থাকে না
৮)একবার ১৩ টার মধ্যে ১০ টা হয়, অন্য টাইমে ১৩ টার মধ্যে ৬ টা হয়
৯)আর পরিক্ষাই দেবো না, ভাল্লাগে না😑
এইসব এক্সকিউজ কিচ্ছুই না, আপনার উপরের এক্সকিউজ থেকে কয়েকটি কমন হয়েছে - কি করা যায়?
আপনি প্রতিদিন ২ ঘন্টা করে রিডিং পরেন মনোযোগ দিয়ে, একটা পেইজ পরে নতুন ভোকাবুলারি শিখেন তারপর আবার এই পেইজ পরেন।।প্রথম বার যদি ৪০% বুঝেন, ২য় বার আপনি ৬০% বুজবেন যা আপনার Understanding level বৃদ্ধি করবে।
[Hsc এর English বই পড়েন, নিউজপেপার,ফিকশনাল বই , scientific article, the guardian news source ]
এইগুলা রেগুলার করেন 2 ঘন্টা করে ১৫-২০ দিন - আপনি ভালো ফলাফল পাবেন, আপনি অভাক হবেন আপনার পারফরম্যান্স দেখে কিছু করলেই কিছু
পাবেন believe করতেই হবে।
*What will happen after a month by following the method?
=The view of reading will turn into Bright🙂 from dark😑
ভাই সময় নেই এগুলা করার, আর কোন TIPS and TRICKS বলেন -- আর কিচ্ছুতেই কাজে আসবে না ১০০% গ্যারান্টি।
একটা কথা মনে রাখতে হবে যে, রিডিং এর উপর ডিপেন্ড করে আপনার ওভারল স্কোর 🤨How?
=লিসেনিং এ আপনাকে কয়েক সেকেন্ড সময় দিবে প্রশ্ন বুঝার জন্যও
= স্পিকিং এ আপনাকে প্রশ্ন বুজতে হলে রিডিং অভ্যাস থাকতে হবে
=রাইটিং এ আপনি ভালো structure ব্যবহার তখনই করতে পারবেন যখন আপনার রিডিং স্কিল ভালো - প্রশ্ন বুঝা আরও গুরুত্বপূর্ণ
আপনার ৪ মডিউল ভালো হবে, আপনি মনোযোগ দিলে রিডিং এ।
★★★★★★★★★★★★★★★★★
মনে রাখতে হবে যে, আপনার রিডিং স্কিল ভালো থাকলে, শুধু প্রশ্নের ধরন জানা থাকলে আপনার স্কোর ভালো আসবেই।
IELTS করুন নিজেকে নিয়ে যান অন্য এক উচ্চতায়, আর যাইহোক at least আপনি বেকার থাকবেন না ।আপনার আশেপাশের অবস্থা দেখুন আর ডিসিশন নিন, আপনি কি চান আপনার ভবিষ্যতে।
Saidur Rahman
Faculty Member of Praxis Uposhahar
20 May 2021
Thursday
5:22 PM
No comments
Post a Comment