STORY
এক মুসলিম চিকিৎসকের গল্পঃ
#আবু কাসেম আল জারাভি উনার সময়ের থেকে অনেক বেশী অগ্রসর ছিলেন। তিনি অপারেটিভ সার্জারির পিতা নামে পরিচিত, একাদশ শতকে, আজকে থেকে ৯০০ বছর পূর্বে ২০০ টির বেশী অপারেশনের যন্ত্রপাতি আবিস্কার করেছিলেন, যা লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছে! কিন্তু তার নাম আমরা কয়জন শুনেছি!!
জারাভির অন্যতম বিখ্যাত বইয়ের নাম হচ্ছে “আল তাসরিফ”। এই বইটা ছিল অপারেশনের যন্ত্রপাতির চিত্রসহ বর্ণনাকৃত পৃথিবীর ইতিহাসে প্রথম এনসাইক্লোপিডিয়া। ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৫০০ বছরের বেশী সময় ধরে অপারেশন-সংক্রান্ত বিষয়ের অন্যতম প্রধান পুস্তক হিসেবে এটি ব্যবহার করা হয়েছিল । শল্য চিকিৎসা, বা অপারেশনের ক্ষেত্রে আধুনিক চিন্তাধারাকে এই বই ব্যাপকভাবে প্রভাবিত করেছে ! ৩০ টি অধ্যায় সম্বলিত এই বই হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে জারাভির ৫০ বছরের অভিজ্ঞতার বর্ণনা!
ইউরোপে জারাভির ল্যাটিন নাম হচ্ছে আলবুকাসিস! তাকে তৎকালীন মুসলিম বিশ্ব এবং মধ্যযুগের শ্রেষ্ঠ শল্য চিকিৎস্যক বা সার্জন বলা হয়! অপারেশনের পর অভ্যন্তরীণ সেলাই কাজ করার জন্য Catgut (ভেড়া/ঘোড়ার অন্ত্র শুকানোর মাধ্যমে তৈরীকৃত সুতা) তিনিই প্রথম ব্যবহার করেন এবং তার আবিষ্কৃত বিভিন্ন সার্জিক্যাল যন্ত্রপাতি বর্তমানেও ব্যবহৃত হচ্ছে!মহানবী হযরত মোহাম্মদ(সাঃ) এর দ্বারা আল জারাভি প্রভাবিত হয়েছিলেন।
বর্তমানে খুব প্রচলিত সি-সেকশন অপারেশন এবং ছানি অপারেশনের সার্জিক্যাল যন্ত্রপাতি তিনি বানিয়েছিলেন এবং প্যারালাইসিসের মূল কারণ তিনিই প্রথম আবিস্কার করেছিলেন! উনার আগে কেউ জানত না যে কেন প্যারালাইসিস হয়। সার্জিক্যাল যন্ত্রপাতি কিভাবে জীবাণুমুক্ত করতে হয় সেটার জন্য বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করার জন্যও তিনি সুপরিচিত, যেটা আমাদের সময়ের জীবাণুনাশকগুলোর মতই!
জারাভির মৃত্যুর প্রায় ১০০ বছর পর জারাভির কাজসমুহ আরবি থেকে ল্যাটিন ভাষায় অনুবাদ করার জন্য, বৈজ্ঞানিক পান্ডুলিপির বিখ্যাত ইতালীয় অনুবাদক জেরার্ড স্পেনে এসেছিলেন । ইংল্যান্ডের প্রথম শল্য চিকিৎসার বই বের হয় ১২৫০ সালে এবং ব্রিটিশ মেডিক্যাল জার্নালের মতে এই বইটার সাথে আল জারাভির এনসাইক্লোপিডিয়া আল তাসরিফের ব্যাপক ও আশ্চর্যজনক মিল রয়েছে! জারাভির মৃত্যুর ২০০ বছরের বেশী সময়ের পর ইংল্যান্ডের বইটি লেখা হয়!
৮ম শতক থেকে ১৩ শতক পর্যন্ত সময়কে বলা হয় ইসলামের স্বর্ণযুগ যখন অগণিত বৈজ্ঞানিক, স্কলাররা সারা মুসলিম বিশ্বকে আলোকিত করে রেখেছিল। অনেক মুসলিম বুদ্ধিজীবী/বিজ্ঞানীরা তখন অনেক যুগান্তকারী আবিস্কার করেছিলেন, তারা জ্ঞানের বিভিন্ন শাখা যেমন দর্শন, জ্যোতির্বিদ্যা, গণিত, এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছিলেন!!
.
আল জারাভি নিউরো-সার্জিক্যাল চিকিৎসায়ও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছিলেন! মাথায় আঘাত, মেরুদণ্ডের ইনজুরি, খুলি ফেটে যাওয়া, হাইড্রোসেফালাস, সাব-ডিউরাল ইফিউশন ( ব্রেইন ও স্পাইনাল কর্ডের সমস্যা) ইত্যাদি নিয়েও তিনি ব্যাপক কাজ করেছিলেন।
পিডিয়াট্রিক সার্জারীতেও তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন । হিমোফিলিয়ার চিকিৎসার বিষয়সমূহ তিনিই প্রথম ব্যাখ্যা করেছিলেন! শ্বাসনালী অপারেশন (tracheotomy operation) কিভাবে করতে হয় তার ব্যাখ্যা তিনি দিয়েছিলেন এবং তার একজন কর্মচারীর উপর এটার জরুরী অপারেশনও করেছিলেন। তাছাড়া ব্রেস্ট ক্যান্সার এর অপারেশন, ব্ল্যাডার স্টোনের লিথোট্রিপসি, থাইরয়েড সিস্ট রিমোভাল এর টেকনিক, সেবাসাস সিস্ট এর চিকিৎসা, ল্যাক্রিমাল ফিস্টুলার চিকিৎসা ইত্যাদির তিনিই প্রথম বিস্তারিতভাবে বর্ণনা করেছিলেন ।
তার বইয়ের ৩০ টি অধ্যায় এবং তিনটি অংশ আছে যেখানে তিনি শল্য চিকিৎসার বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এমব্রোজ পেয়ার এর ৬০০ বছর পূর্বেই তিনি বর্ণনা করেছিলেন কিভাবে রক্তের ধমনী লিগেট করতে হয়!
১৪ শতকের ফ্রান্সের বিখ্যাত সার্জন গাই ডি শলিয় তার বইয়ে ২০০ বার জারাভির রেফারেন্স দিয়েছিলেন, যেটি ১৮ শতক পর্যন্ত প্রকাশিত হয়েছিল!
.
আল জারাভি জন্মগ্রহণ করেছিলেন ৯৩৬ সালে, দক্ষিণ স্পেনের করডোভায়। তবে উনার পূর্বসুরীদের আদি নিবাস ছিল বর্তমান সৌদি আরবের মদিনায়। তিনি মৃত্যবরণ করেছিলেন ১০১৩ সালে ৭৭ বছর বয়সে।
No comments
Post a Comment