Stories
কল্পনা প্রসুত নয়, কোন সিদ্ধান্তের আগে গভীরভাবে ভাবুন, সত্যতা নিশ্চিত হোন
..............................................................................................................................
একজন মহিলার একটি পোষা বেঁজি ছিল। বেঁজিটি খুব বিশ্বস্ত ছিলো। একদিন মহিলাটি তার শিশুকে বেঁজিটির তত্বাবধানে রেখে বাইরে গেল। মহিলাটি বাসা থেকে বের হওয়ার কিছুক্ষনপর একটি কিং কোবরা সাপ বাসায় ঢুকলো। শিশুটি সাপ দেখে ভয়ে কাঁদতে লাগলো। বেঁজিটি সাপটির উপর ঝাপিয়ে পড়লো । অনেকক্ষন লড়াই করার পর সাপটি মারা গেল। বেঁজিটি রক্তাক্ত মুখ নিয়ে বাসার গেটের সামনে মহিলাটির জন্য অপেক্ষা করতে লাগলো। যখন মহিলাটি বাসায় আসলো তখন বেজিটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেল।মহিলাটি ভাবলো বেঁজিটি হয়তো তার শিশুকে কামড়িয়েছে।
তিনি একটি পানির পাত্র দিয়ে আঘাত করে বেঁজিটিকে মেরে ফেললো । কিন্তু তিনি যখন ভিতরে প্রবেশ করলেন তখন দেখতে পেলেন, শিশুটির পাঁশে একটি মৃত কিং কোবরা সাপ পড়ে আছে। তখন তিনি ভূল বুঝতে পারলেন।কিন্তু এতক্ষণে যা হবার হয়ে গেছে। মৃত বেঁজিটির জন্য চোখের পানি ফেলা ছাড়া তার কিছুই করার ছিল না। -সংগৃহীত।
গল্প থেকে শিক্ষা : কোন কিছু করার আগে গভীরভাবে ভাবুন, আপনি যা ধারণা করছেন তা সঠিক কিনা। আপনার নিজের ধারণা বা কারো মুখ থেকে পাওয়া খবর শুনে হুট করে সিদ্ধান্ত নেবেন না। ভাবুন, তদন্ত করুন, পর্যবেক্ষণ করুন, অনুসন্ধান করুন। সত্য উদঘাটন হলেই কেবল সিদ্ধান্ত নিন। ছবিতে দেখুন, মৃত বেজি, মৃত সাপ এবং শিশুটি নিরাপদেই ঘুমিয়ে আছে।
গল্প থেকে শিক্ষা না নিলে কি হবে ? গল্প থেকে শিক্ষা না নিলে সমাজে অশান্তি তৈরী হবে, নিজে অপদস্ত হবে।আর্থিক ক্ষতি হবে। পরবর্তীতে আক্ষেপ করতে হবে।
No comments
Post a Comment