Header Ads

Header ADS

Moral story

 হাল ছেড়ো না বন্ধু 


ক্লাসের ব্যাক বেঞ্চার। সিজিপিএ ৩ এর চেয়ে কম। চতুর্থ বর্ষে এসে মনে হলো দেশের বাইরে মাস্টার্স অথবা পি এইচ ডি করবো। ইন্টারনেট ঘেঁটে কিছু তথ্য পেলাম, তাতে মনে হলো বেশিরভাগ মডারেট র্যাংকিং ইউনিভার্সিটির জন্য ন্যূনতম ৩ সি জি পি এ লাগে। তাই ফোর্থ ইয়ারে খুব চেষ্টা করতেছিলাম যাতে করে কোনো মতে ৩ এর উপরে সিজিপিএ থাকে। একদম শেষ টার্মে ৩.৩৮ পেয়ে ৩.০২ সিজিপিএ নিয়ে বুয়েট পাস করলাম ২০০৯ সালের অক্টোবর। তারপর জি আর ই দিবো জন্য চাকরিতে জয়েন করলাম না। ভাবলাম কয়েকমাসের প্রস্তুতি নিয়ে জি আর ই আর আই ই এল টি এস দিবো। রেজিস্ট্রেশন করে দিয়েও দিলাম ২০১০ সালের মার্চ মাসে। আর ১০ জন বুয়েট স্টুডেন্টের মতো ভালো স্কোর আসলো না। জি আর ই তে আসলো ১০৬০/১৬০০ আর  আই ই এল টি এস এ আসলো ৫.৫।  তারপর চাকরিতে ঢুকে গেলাম। অফিস যাইতে আসতে রিক্সায় জি আর ই ওয়ার্ড পড়তাম। ১ বছর ২ মাস পরে ২০১১ সালের মে মাসে আবার জি আর ই পরীক্ষা দিলাম স্কোর আসলো ১৩৬০/১৬০০। অক্টোবরে আই ই এল টি এস দিলাম স্কোর আসলো ৬.৫।  সি জি পি এ ৩.০২, জি আর ই ১৩৬০ আর আই ই এল টি এস ৬.৫, কোনো পেপার নাই।  এতো কম প্রোফাইল নিয়ে ফান্ড পাওয়া কঠিন কিন্তু অসম্ভব নয়। আমি যা করতে পারি তা হলো চেষ্টা করে যেতে পারি মানে ভার্সিটিতে আবেদন করতে পারি। এডমিশন বা ফান্ডিং পাবো কিনা এইটা আমি জানি না। দেখেশুনে ২০১২ সালের ফল সেমেস্টারের জন্য আবেদন করলাম বিভিন্ন দেশের প্রায় ৮ টি ইউনিভার্সিটিতে। ৮ টির মধ্যে ৫ টি থেকেই রিজেকশন পেলাম । দুটি ভার্সিটি থেকে মাস্টার্সের এডমিশন এবং ১ টি থেকে পি এইচ ডির এডমিশন পেলাম কিন্তু কোনো ফান্ডিং অফার পেলাম না । মার্চের ২৩ তারিখে ইউনিভার্সিটি অফ অ্যালাবামা অ্যাট বার্মিংহাম থেকে মাস্টার্সের ফান্ডিং ছাড়া এডমিশন পেয়েছিলাম। অনেক মেইল চালাচালি করে ইউনিভার্সিটি অফ অ্যালাবামা অ্যাট বার্মিংহামে ইন্টারভিউ দেবার সুযোগ পেলাম এপ্রিলের ৭ তারিখে ।  ২০১২ সালের এপ্রিলের ১৩ তারিখে ফান্ডিং অফার সহ মাস্টার্স করার অফার পেলাম। আলহামদুলিল্লাহ।  ২০১২ সালের পর থেকে মাস্টার্স প্রোগ্রামে আর ফান্ডিং দেয় নাই ইউনিভার্সিটি অফ অ্যালাবামা অ্যাট বার্মিংহাম।  ২৩ মে এম্বাসিতে ভিসা ইন্টারভিউ দিলাম। পেলাম অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং।   আবারও অপেক্ষা, তারপর ২৩ জুন আমেরিকার ভিসা সহ পাসপোর্ট ফেরত ফেলাম। ২০১২ সালের আগস্টের ৭ তারিখে আমেরিকা চলে আসি উচ্চ শিক্ষার জন্য। ছবিটি ২০১৪ সালের এপ্রিল মাসে মাস্টার্স কনভোকেশনের দিন তোলা।   আমার এই পুরো প্রক্রিয়ায় অনেক মানুষ নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন।  সবার প্রতি কৃতজ্ঞতা।


মো : লুৎফর রহমান (লিটন)

অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ক্যালিফর্নিয়া স্টেট ইউনিভার্সিটি সান মার্কোস

No comments

Powered by Blogger.