Header Ads

Header ADS

IELTS vocabulary Tips

 

IELTS এর Vocabulary অংশ নিয়ে যারা সমস্যায় আছেন তাদের জন্য এই পোস্ট, IELTS এ প্রয়োগ ছাড়া Vocabulary শিখে তেমন কোন লাভ হয় না। ভুল করেও কখনো Word List মুখস্থ করবেন না।    

 অনেকেই ভোকাবুলারি শিখতে ভুল পদ্ধতি প্রয়োগ করার কারনে ভালো  স্কোর করতে পারে না।  আসুন দেখি IELTS  এ  vocabulary  তে ভালো  করার সবচেয়ে  সঠিক এবং কার্যকরী পদ্ধতি ঃ  

Speaking অংশের ভোকাবুলারি ভালো  করার জন্য  ১০০ টা cue card Topic  বাছাই করুন। আপনি simon,  makkar IELTS, Prathesh Thakkar,....  আরও অনেক ভালো  ভালো  বই আছে স্পিকিং এর  cue card Topic এর উপর।  সেগুলি সিলেক্ট করে সেখান থেকে Unknown সব Word প্রয়োগসহ শিখে ফেলুন।  তাহলে Speaking অংশে আর ভোকাবুলারি নিয়ে কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ।  

Writing  অংশে ভোকাবুলারির সমস্যা সমাধানের জন্য Band 9 / 8+  এর মিনিমাম ৫০ টা writing task 2 এর Essay  এবং Writing task 1  জন্য  Graph  বাছাই করুন৷  তারপর সেখান থেকে  প্রয়োগসহ unknown word  গুলি শিখে ফেলুন। এরকম Essay  পাবেন Pauline Cullen  এর Writing task 2 এর বইয়ে, Simon এর বইয়ে,  Ratchel Mitchell  এর বইয়েও কিছু পাবেন৷  তবে অবশ্যই এগুলির  প্রয়োগসহ  শিখবেন।  

Listening  লিসেনিং অংশের ভোকাবুলারি সমস্যা সমাধানের জন্য  অডিও এর ট্রান্সক্রিপ্ট  দেখে দেখে কিছুদিন শুনুন৷  সেখান থেকে  unknown word গুলি শিখে ফেলুন৷  ক্যাম্ব্রিজ সিরিজের বইগুলোর শেষ দিকে অডিও এর ট্রান্সক্রিপ্ট  দেওয়া আছে।  আর লিসেনিং এর জন্য  আলাদাভাবে ১২০০ Word  পাওয়া যায় সেগুলি  Spelling  এবং উচ্চারণ সহ শিখে ফেলুন৷  ইনশাআল্লাহ listening  অংশে ভোকাবুলারির সমস্যার  সমাধান হবে।  


Reading রিডিং  অংশে ভোকাবুলারির সমস্যা সমাধানের জন্য যেই  ক্যাম্ব্রিজ সিরিজের ১৫ টা বইয়ে ৬০ টা রিডিং  টেস্ট  এ প্রত্যেকটা তে ৩ টা করে সর্বমোট  ১৮০ টা প্যাসেজ আছে।  সেগুলির  unknown word শিখে ফেলুন।   তাহলে রিডিং  অংশের ভোকাবুলারির আর সমস্যা হবে না।  তবে মনে রাখবেন আপনি যতই ভোকাবুলারি শিখুন না কেন  মূল পরীক্ষায় রিডিং  অংশে কিছু unknown WORD  অবশ্যই পাবেন। এজন্য You need to get used to guessing the meaning of unknown words.  আপনাকে  unknown words গুলি রিডিং  অংশে Context এর উপর ভিত্তি করে Meaning বোঝা শিখতে হবে।  IELTS রিডিং অংশের Word শতভাগ  কেউ জানে না, এমনকি IELTS  যারা পড়ায় তাদের পক্ষেও জানা সম্ভব হয় না।  কিছু  unknown word থাকবেই৷  সেগুলি context অনুযায়ী অর্থ বোঝার চেষ্টা  করতে হবে৷  

তবে আর যাই করুন,  ভুল করেও সরাসরি  Word list মুখস্থ করার অভ্যেস করবেন না।  কারন Word এর প্রয়োগ সহ না শিখলে  সেই Word দিয়ে আপনি কিছুই করতে পারবেন না৷  


Active Vocabulary  এবং Passive  Vocabulary এর মধ্যে পার্থক্য  জানা উচিৎ।   আপনার ইতিমধ্যেই জানা অনেক  word আছে যেগুলির কিছু অংশ আপনি Speaking  আর Writing  এ ব্যবহার করতে পারেন,  এগুলি  হলো  আপনার জন্য Active Vocabulary ,  আর আপনার জানা আরও  কিছু vocabulary  আছে যেগুলি আপনি প্রয়োগ করতে পারেন না,  তবে কেউ বললে অথবা কোন জায়গায় লিখা থাকলে মাঝেমধ্যে আপনি বুঝতে পারেন,  এগুলি হলো আপনার জন্য Passive Vocabulary. 

মনে রাখবেন IELTS  এ  Passive Vocabulary   তেমন ফলপ্রসূ নয়,  আপনি যতবেশি পারেন আপনি Active Vocabulary   শিখুন।  

ভাষাবিদদের একটা   Research এ দেখা যায়  একটা  word ১২ বার দেখলে সেই  word টা আপনি Active করতে পারবেন অর্থাৎ  বিভিন্ন জায়গায় প্রয়োগ করতে পারবেন৷  


IELTS এ ভোকাবুলারি এত গুরুত্বপূর্ণ কেন??  

 IELTS  এর speaking অংশে ভোকাবুলারি মার্ক ২৫%,   Writing  অংশে ভোকাবুলারির মার্ক ২৫ %,  রিডিং অংশের সফলতা পুরোপুরি নির্ভর করে আপনার ভোকাবুলারি জানার উপর ৷  কারন অর্থ না বুঝলে কোন ভাবেই রিডিং  এ ভালো  স্কোর করা যায় না।  লিসেনিং এ শুনে বুঝতে হয়।  এজন্য শব্দের অর্থ এবং  উচ্চারণ  না জানলে শুনে বুঝতেও সমস্যা হয়।  এসবকিছু বিবেচনা করে  IELTS  এর প্রস্তুতি  নিতে বেশি বেশি ভোকাবুলারি জানার বিকল্প নাই৷  মনে রাখবেন ভোকাবুলারি শুধু ভোকাবুলারির মার্ক নয়, বরং মার্কিং ক্রাইটেরিয়ার অন্যান্য বিষয়গুলি যেমন  Fluency, Coherence Cohesion,  Task Achievement  এই  বিষয়গুলিকেও প্রভাবিত করে। সুতরাং IELTS  এর প্রস্তুতি  নিতে বেশি বেশি ভোকাবুলারি জানার বিকল্প নাই৷  


Happy Learning 😍😍😍😍

No comments

Powered by Blogger.