Header Ads

Header ADS

IELTS Speaking

 #স্পিকিং প্রস্তুতি নেয়ার ক্ষেত্রে মনে রাখবেন যে এক্সামিনার ০৪ টি ক্রাইটেরিয়া অনুসরণ করে আপনাকে স্কোর দিবে। ব্যাপারটা এরকম না যে আপনাকে জেনারেলি ভালো বা  খারাপ স্পীকার হিসাবে স্কোর দিবে।

০৪ টা ক্রাইটেরিয়া বিবেচনা করেই আপনাকে স্কোর দেয়া হবে। সুতরাং, সেই পয়েন্টগুলো ইম্প্রুভ করার জন্য আপনাকে সুনির্দিষ্টভাবে কাজ করতে হবে।


নিচে ০৪ টা পয়েন্ট এর বর্ননা দেয়া হলো,  ভালোভাবে মনযোগ দিয়ে পড়েনঃ

How to get 8.0 in speaking :


1) Fluency and coherence : আপনাকে fluent থাকতে হবে! মাঝে মাঝে হালকা Hesitation থাকতে পারে, সেটা হতে পারে আইডিয়া বের করার জন্য; ভাষার জন্যে সাধারণত Hesitation থাকে না! আপনাকে উত্তরগুলো লজিকালি ডেভেলপ করতে হবে এবং যথাযথভাবে! বিভিন্ন  ধরণের Linking words/phrases ব্যবহার করতে হবে যাতে আপনার উত্তর সঙ্গতিপূর্ণ হয়!.


2) Pronunciation: এক্ষেত্রে আপনাকে pronunciation এর বিভিন্ন Feature তুলে ধরতে হবে! যেমন, আপনি silent letters, syllable stress, word stress ইত্যাদি নিয়ে কাজ করতে পারেন!    তবে আপনি যে accent নিয়েই কথা বলেন না কেনো, আপনার কথায় Clarity/স্পষ্টতা  থাকতে হবে যাতে এক্সামিনার সহজেই বুঝতে পারে!


3) Lexical Resource: আপনাকে বিভিন্ন range এর ভোকাবুলারি সহজে ব্যবহার করতে হবে এবং তাদের প্রয়োগ হতে হবে নিখুত! প্রশ্নে যে ভাষা use করা হবে, সেটার paraphrase ব্যবহার করার চেষ্টা করতে হবে! Idiom, collocation ইত্যাদি সঠিকভাবে ব্যবহার করতে হবে!! Rimon Morol


4) Grammatical range and accuracy: আপনাকে বিভিন্ন ধরণের sentence structure ব্যবহার করতে হবে , সেখানে হয়ত কদাচিৎ ভুল থাকতে পারে, তবে কোনো ভুল repeat করা যাবে না!!


#Practice_consistently 



No comments

Powered by Blogger.